শীত আসতেই সর্দি-কাশি, গলা খুসখুস, ঠান্ডা লাগার সমস্যাসহ বেড়ে যায় অ্যালার্জি বা ফুসকুড়ির সমস্যা। এর অন্যতম কারণ হলো অপিরষ্কার থাকা ও ত্বক রুক্ষ্ম-শুষ্ক হয়ে পড়া। মূলত রুক্ষ্ম ত্বকেই ব্যকটেরিয়া সংক্রমণ বেশি দেখা দেয়।
Advertisement
এ সময় ত্বকের কোষে কোষে ব্যাকটেরিয়া জন্মায়। সেখান থেকেই ফুসকুড়ির সূত্রপাত ঘটে। এক্ষেত্রে সংক্রমণ ঠেকাতে নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ সময় ত্বক অত্যধিক আর্দ্র হয়ে পড়ে। ফলে ফুসকুড়ির সমস্যাও দেখা দেয়।
শীতে অ্যালার্জি-ফুসকুড়ির সমস্যা থেকে বাঁচতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের পাশাপাশি ঘরোয়া প্রতিকারেরও ব্যবস্থা নিতে পারেন। জেনে নিন কী করণীয়-
আরও পড়ুন শীতে কেন বাড়ে রক্তচাপ? শীতে বাড়ে নিউমোনিয়ার ঝুঁকি, সতর্ক থাকবেন যেভাবে আপেল সিডার ভিনেগারওজন কমানো থেকে ত্বকের যত্ন বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এটি। এই ভিনেগারে অ্যান্টিসেপটিক, অ্যান্টি ফাঙ্গাল গুণ থাকার কারণে যে কোনো কিছু থেকে ত্বকের অ্যালার্জির সমস্যা কমাতে সাহায্য করে। শীতে অ্যালার্জির সমস্যা যাতে বাড়াবাড়ি আকার ধারণ না করে, তাতে ভরসা রাখতে পারেন আপেল সিডার ভিনেগার।
Advertisement
শুধু ওজন কমাতেই নয়, অ্যাকজিমা বা সোরিয়াসিসের সমস্যায় ত্বকের প্রদাহ দূর করতেও সাহায্য করে ওটস। এক্ষেত্রে হালকা গরম পানিতে দু’কাপ ওটস ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা। তারপর এই পানি দিয়ে গোসল করুন। দেখবেন ত্বকের রুক্ষ্মতা অনেকটা কমবে। চুলকানি ও ফুসকুড়ির সমস্যাও নিয়ন্ত্রণে থাকবে।
অলিভ অয়েলত্বকের যত্নে অলিভ অয়েল দারুণ কার্যকরী। কোমলতা ফেরানোর পাশাপাশি ত্বকের আরও অনেক সমস্যা কমাতেও দারুণ কাজ করে এই তেল। ভিটামিন ই ও অ্যান্টি অক্সিড্যান্ট সমৃদ্ধ অলিভ অয়েল ত্বকের ক্ষয় রোধ করতে, আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
সূত্র: এভরিডে হেলথ
জেএমএস/জিকেএস
Advertisement