খেলাধুলা

অভিজ্ঞতা অর্জনে বিদেশি লিগে খেলা উচিত মুস্তাফিজের

প্রথম বারের মত আইপিএলে খেলার মাধ্যমে অনেক বড় ক্রিকেট তারকাদের সাথে খেলার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ। ফলে তার অভিজ্ঞতার ঝুলি আরও বড় হচ্ছে। আইপিএলের পর পরই ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সাসেক্সের হয়ে খেলার কথা রয়েছে মুস্তাফিজের। সেখানেও তিনি খেলবেন বড় বড় তারকা ক্রিকেটারদের সাথে। তবে ক্রিকেট প্রেমীর মতে মুস্তাফিজের এই দীর্ঘ খেলার সূচি তার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে। কারণ এমনিতেই তরুণ এই পেসার একটু বেশি ইনজুরিপ্রবণ। গত এশিয়া কাপ এবং সম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপেই সেটির প্রমাণ পাওয়া গিয়েছে। কিন্তু এর সাথে একমত নন মুস্তাফিজুর রহমানের ঘরোয়া ক্রিকেট লিগের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। অভিজ্ঞ এই কোচ মনে করেন বিদেশি লিগগুলোতে বড় তারকা ক্রিকেটারদের সাথে খেললে মুস্তাফিজের অভিজ্ঞতা আরও বেশি হবে।সালাহউদ্দিন বলেন, এই ধরনের বিদেশি ক্রিকেট লিগে খেললে মুস্তাফিজ অনেক কিছু শিখতে পারবে। সে খুবই মেধাবী এতে কোনো সন্দেহ নেই কিন্তু বল হাতে আরও ভালো পারফর্ম করতে হলে তাকে নিজেকে আরও বেশি মেলে ধরতে হবে। আর এর জন্য তাকে অবশ্যই বড় বড় লিগগুলোতে বড় তারকা ক্রিকেটারদের সাথে খেলতে হবে।এদিকে কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মুস্তাফিজে ক্যারিয়ার যাতে ঝুঁকির মধ্যে না পড়ে সেই দিকে লক্ষ্য রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেছিলেন, মুস্তাফিজুর বাংলাদেশ ক্রিকেটের অন্যতম মূল্যবান একজন ক্রিকেটার এবং আমরা তাকে শুধুমাত্র ইনজুরির কারণে হারাতে চাই না। তবে কোচ সালাহউদ্দিন মনে করেন একজন ক্রিকেটারের ক্যারিয়ারে ইনজুরি একটি অবিচ্ছেদ্য অংশ। ইনজুরি আসবেই, তবে তা নিয়ন্ত্রণ করার দায়িত্ব সম্পূর্ণ ক্রিকেটারের। ইনজুরি একজন ক্রিকেটারের ক্যারিয়ারের একটি অংশ। ইনজুরি যেকোনো সময়েই আসতে পারে। এটি সম্পূর্ণ নির্ভর করে ক্রিকেটারের ওপর যে সে কিভাবে নিজেকে রক্ষা করবে ইনজুরি থেকে।তিনি আরও যোগ করেন, কিন্তু তার মানে এই নয় যে সে (মুস্তাফিজ) গ্রেট ক্রিকেটারদের সাথে খেলার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করবে। কারণ এই অভিজ্ঞতা তাকে ভবিষ্যতে ভালো করার জন্য সাহায্য করবে।এমআর/আরআইপি

Advertisement