দেশজুড়ে

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় অবরোধ করেছেন গ্রাফিক্স টেক্সটাইল নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহতের ঘটনায় তিন দফা দাবিতে তারা সড়ক অবরোধ করেন।

Advertisement

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে শুরু হওয়া অবরোধ চলে প্রায় দুই ঘণ্টা। এতে সড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, বুধবার রাতে শ্রমিক পরিবহনকারী বাস দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত হন। সকালে ওই কারখনার শ্রমিকেরা কারখনায় এসে তিন দফা দাবি তুলে প্রথমে কর্মবিরতি ও পরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন।

দাবিগুলো হলো- নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা ও নিহতদের সম্মানে কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা।

Advertisement

পরে কারখানা কর্তৃপক্ষ ও থানা পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে শ্রমিকরা বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, কারখানা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়া হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল করছে।

বুধবার রাতে ধামরাইয়ের কালামপুর-কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কে শ্রমিক পরিবহনকারী বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারখানাটির চার শ্রমিক নিহত ও অন্তত ২০ শ্রমিক আহত হন।

মাহফুজুর রহমান নিপু/এফএ/এএসএম

Advertisement