জাতীয়

বঙ্গোপসাগরের সুরক্ষায় বিভিন্ন প্ল্যাটফর্মে অংশগ্রহণ জরুরি

বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং বঙ্গোপসাগরের নিরাপত্তা নির্ভর করে এর সুষ্ঠু রক্ষণাবেক্ষণের ওপর। বঙ্গোপসাগরকে সুরক্ষিত রাখতে বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

Advertisement

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘বঙ্গোপসাগরে সমুদ্র নিরাপত্তা: বাংলাদেশের উদীয়মান হুমকি এবং কৌশল’ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বিআইআইএসএসের চেয়ারম্যান এএফএম গওসোল আযম সরকার এবং স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।

বিআইআইএসএসের রিসার্চ ফেলো মৌটুসী ইসলাম ‘বঙ্গোপসাগরে উদীয়মান সমুদ্র নিরাপত্তা হুমকি: বহু-স্তরের কৌশল উদ্ঘাটন’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদুজ্জামান ‘বঙ্গোপসাগরে সমুদ্র নিরাপত্তা: ভূ-রাজনৈতিক এবং কৌশলগত প্রভাব’ এবং সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনাল) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা ‘বঙ্গোপসাগরে উদীয়মান সামুদ্রিক নিরাপত্তা: বাংলাদেশের নীতি বিকল্প এবং কৌশল’ বিষয়ে বক্তব্য দেন।

গোলটেবিল বৈঠকে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সামুদ্রিক নিরাপত্তা সম্পর্কিত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এতে অংশ নেন এবং তারা তাদের মূল্যবান মতামত, পরামর্শ ও পর্যবেক্ষণ প্রদান করেন।

এসআরএস/বিএ/এএসএম

Advertisement