খেলাধুলা

টুখেলের অধীনে বিশ্বকাপ জিতবে ইংল্যান্ড!

কোচ গ্যারেথ সাউথগেটের বিদায়ের পর ইংল্যান্ডের নতুন কোচ হিসেবে এরই মধ্যে নিয়োগ দেয়া হয়েছে গত মৌসুমে বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে দায়িত্ব পালন করা থমাস টুখেলকে। যদিও এখনও তিনি দায়িত্বভার গ্রহণ করেননি। ইংল্যান্ড উয়েফা নেশন্স লিগে অংশ নিচ্ছে অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির অধীনে।

Advertisement

উয়েফা নেশন্স লিগে বেশ ভালো খেলাই উপহার দিচ্ছে ইংলিশ ফুটবলাররা। লি কার্সলির অধীনে ৬টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। এই ৬ ম্যাচের জন্যই তিনি দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। যার ফলে ইংল্যান্ড নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

এই লি কার্সলিই বিশ্বাস করেন, থমাস টুখেলের অধীনে আগামী বিশ্বকাপ জয় করবে ইংল্যান্ড। তার মতে, ২০২৬ বিশ্বকাপ জয়ের জন্য থমাস টুখেলের হাতে সব ধরনের অস্ত্রই থাকছে। তবে, দলের মধ্যে সঠিক কম্বিনেশন তৈরি করাটা বা খুঁজে পাওয়াটাই হবে সবচেয়ে চ্যালেঞ্জিং।

পিএসজি, চেলসি এবং বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে এর আগে দায়িত্ব পালন করেছেন টুখেল। গত মাসেই তাকে ইংল্যান্ডের পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী জানুয়ারিতেই ইংল্যান্ডের দায়িত্ব নেবেন তিনি। এর মধ্যে অবশ্য ইংল্যান্ডের আর কোনো ম্যাচ নেই।

Advertisement

২০১৮ সালে গ্যারেথ সাউথগেটের অধীনে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিলো। কার্সলির বিশ্বাস, টুখেলের অধীনে আগামী বিশ্বকাপের সেরা সাফল্যই ঘরে তুলে নেবে ইংলিশরা। ১৯৬৬ সালে প্রথম এবং একমাত্র বিশ্বকাপ জিতেছিলো ইংল্যান্ড। এরপর আর কোনো বিশ্বকাপের ফাইনালও খেলতে পারেনি তারা।

৫০ বছর বয়সী লি কার্সলি ব্রিটিশ মিডিয়াকে বলেন, ‘আমি মনে করি, আমরা বেশ ভালো পজিশনে আছি। আমাদের হাতে এই সাফল্য (বিশ্বকাপ জয়) পেতে সে ধরনের প্রতিভা রয়েছে। আমার সৌভাগ্য হয়েছে, গত কয়েকটি বিশ্বকাপে এই দলের সঙ্গে থাকতে। এই সময়ের মধ্যে এবারই খেলোয়াড়রা রয়েছে দারুণ ফর্মে। শারীরিক এবং মানসিকভাবে তারা বেশ ভালো অবস্থায় রয়েছে। সুতরাং, এখনই সঠিক সময় সঠিক সমন্বয়টা বের করা।’

‘আমাদের হাতে এখন (বিশ্বকাপ জয়ের মত) সব ধরনের টুলসই রয়েছে। আমাদের প্রয়োজন শুধু তাদেরকে তাদের প্রতিভা অনুযায়ী খেলানো। আমাদের প্রয়োজন সঠিক ব্যালেন্সটা খুঁজে বের করা।’

সংক্ষিপ্ত সময়ের জন্য ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন শেষে ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের ম্যানেজারের দায়িত্বে ফিরে যাচ্ছেন লি কার্সলি।

Advertisement

আইএইচএস/