বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নগরীর ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি জানান, গত ৪ আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ চারটি মামলায় এজাহারভুক্ত আসামি মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
কোহিনুর বেগম বিসিসির সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে একাধিকবার কাউন্সিলর ছিলেন। সবশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত পরিষদের প্যানেল মেয়র ছিলেন তিনি।
Advertisement
শাওন খান/এসআর/এমএস