অর্থনীতি

পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে কাজ করবে উইনরক ও প্রাণ-আরএফএল

মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন, জীবনযাত্রার মানোন্নয়ন, পুনঃপাচার প্রতিরোধ সর্বোপরি মানবপাচারবিরোধী লড়াই চালিয়ে যেতে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল।

Advertisement

এ বিষয়ে উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে প্রাণ-আরএফএল গ্রুপ।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী ও ‘আশ্বাস’ প্রকল্পের পলিসি অ্যাডভোকেসি স্পেশালিস্ট মৃন্ময় মহাজন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এটি প্রাণ-আরএফএল গ্রুপ ও আশ্বাস প্রকল্পের মানবপাচারের শিকার ভুক্তভোগীদের পুনর্বাসন সংক্রান্ত যৌথ উদ্যোগের দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে প্রতিষ্ঠান দুটি সফলতার সঙ্গে অর্ধশতাধিক মানবপাচারের শিকার ভুক্তভোগীকে পুনর্বাসনের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে।

Advertisement

চুক্তির আওতায় ভুক্তভোগীদের প্রাণ-আরএফএল গ্রুপে কাজের ব্যবস্থা, উদ্যোক্তা হিসেবে তৈরি করাসহ এসব পরিবারকে নানাভাবে সহায়তা করতে দুপক্ষ আরও জোরালোভাবে কাজ করবে।

প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব কর্পোরেট ব্র্যান্ড নুরুল আফসার, আশ্বাস-এর সিনিয়র ম্যানেজার (সোশ্যাল প্রোটেকশন) নাজমুল ইসলাম ও প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট ম্যানেজার নোশিন শারমিলি এসময় উপস্থিত ছিলেন।

বিএ/এমএস

Advertisement