কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের আরও ৫৬ নাগরিক অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হিন্দু পাড়ায় অবস্থান করছে।
Advertisement
এদের মধ্যে সোমবার (১৮ নভেম্বর) সকালে ৪৪ জন ও এক সপ্তাহ আগে ১২ জন সীমান্ত দিয়ে প্রবেশ করে।
মিয়ানমারের রাখাইনের মংডু থানার মেদাই এলাকার নাইও চাকমা (৪৫) বলেন, রাখাইনে রাজ্যে আরাকান আর্মি ও সে দেশের সরকার বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এ ঘটনায় আতঙ্কে বাড়িঘরে থাকতে পারি না। সেখানে ঠিকমত খাবার পাচ্ছি না। অনেকদিন পাহাড়ে লুকিয়ে ছিলাম। প্রাণ বাঁচাতে আমরা চাকমা সম্প্রদায়ের ১১ পরিবারে ৪৪ জন সদস্য আশ্রয় নেওয়ার জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছি।
রাখাইনের মেদাই থেকে আসা বাবুল বড়ুয়া (৪৭) বলেন, এক সপ্তাহে আগে মিয়ানমারের রাখাইনের মংডু এলাকার মেদাই গ্রামে চলমান সংঘাতের কারণে পালিয়ে কুতুপালং ক্যাম্পে চলে আসলাম। সকালে মিয়ানমার থেকে পালিয়ে আসা চাকমা সম্প্রদায়ের পরিবারের সদস্যদের সঙ্গে হিন্দু পাড়া ক্যাম্পের পাশে অবস্থান করছি।
Advertisement
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, মিয়ানমারের থেকে পালিয়ে আসা ৫৬ নাগরিক কুতুপালং হিন্দু পাড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে অবস্থান করছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন, মিয়ানমার থেকে চাকমা ও বড়ুয়া পরিবারের কিছু সদস্য অনুপ্রবেশ করছে। তারা উখিয়ার কুতুপালং হিন্দু পাড়া ক্যাম্পের পাশে অবস্থান করছে বলে জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জাহাঙ্গীর আলম/আরএইচ/জিকেএস
Advertisement