সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক ছিল। আমি কখনো এ আন্দোলনের বিরোধিতা করিনি। এছাড়া আন্দোলনের বিপক্ষে কোনো বক্তব্য দেইনি। বরং আমার টেলিভিশনের মাধ্যমে আন্দোলনের পক্ষে কথা বলেছি। যখনই আমি শিক্ষার্থীদের ওপর হামলা-মামলার প্রতিবাদ করেছি সেদিন থেকে আমাকে গণভবনে ঢুকতে দেওয়া হয়নি।
Advertisement
সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে তার আইনজীবীকে তিনি এ কথা বলেন।
এর আগে ট্রাইব্যুনালে মামলা চলাকালে তিনি একাধিকবার দাঁড়িয়ে কথা বলার জন্য বিচারকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কিন্তু তিনি নিচু স্বরে কথা বলায় তার আর্জি বিচারকদের দৃষ্টিতে আসেনি।
ট্রাইব্যুনাল আদেশ দেওয়ার মধ্যে তিনি আবার দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করলে তখন কাঠগড়ায় থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আদালত আদেশ দিচ্ছে। আদেশের পর কথা বলবেন।
Advertisement
পরে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করে আগামী ১৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া আদালতে হাজির হওয়া আনিসুল হকসহ ১৩ জনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এফএইচ/এমআইএইচএস/এমএস
Advertisement