রয়্যাল এনফিল্ড বিশ্বের অন্যতম জনপ্রিয় বাইক সংস্থা। এই বাইকের জনপ্রিয়তা শুধু এখন নয় এর সূচনালগ্ন থেকেই তরুণ থেকে বৃদ্ধ সবার পছন্দের তালিকায় শীর্ষে ছিল। একই ডিজাইন, লুক থাকাতেও যার কোনো পরিবর্তন হয়নি। তাই তো সংস্থা একের পর এক নতুন বাইক আনছে গ্রাহকদের জন্য।
Advertisement
এবার রয়্যাল এনফিল্ড আনতে চলেছে একটি নতুন ৩৫০ সিসির বাইক। যার নাম রয়্যাল এনফিল্ড গোয়ান ক্লাসিক ৩৫০। এই নতুন বাইকের পাওয়ারট্রেন ক্লাসিক ৩৫০-এর মতই থাকতে পারে। কিন্তু এই বাইকের স্টাইলিং ফিচার্স খানিক আলাদা হতে চলেছে।
এরই মধ্যেই এই বাইকের ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে যে এই বাইকটি বাজারে আসছে ইউ আকারের হ্যান্ডলবারের সঙ্গে। এই বাইকে থাকছে একটা লম্বা উইন্ডস্ক্রিন। রয়্যাল এনফিল্ডের এই বাইকটি। হোয়াইট ওয়াল টায়ারের সঙ্গে আসছে বাজারে। থাকছে সিঙ্গল সিটের ফিচার্স। পিলিয়ন সিটের বিকল্প পাওয়া যাবে এই বাইকে। রয়্যাল এনফিল্ডের এই বাইক জে সিরিজের মোটরসাইকেলের সঙ্গে বাজারে আসছে। এই বাইকে ৩৪৯ সিসির ইঞ্জিন থাকছে। ৫ স্পিডের গিয়ারবক্স এই বাইকের ইঞ্জিনের সঙ্গে যুক্ত থাকবে বলে জানা গিয়েছে। এই বাইকে যে ইঞ্জিন ইনস্টল করা হয়েছে, তা ২০ বিএইচপি শক্তি ও ২৭ এনএম টর্ক উৎপন্ন করে।
এর আগে গত বছরে রয়্যাল এনফিল্ড বাজারে এনেছিল এই ক্লাসিক ৩৫০ মডেলটি। এই বাইকের এক্স শোরুম দাম ছিল ভারতে ১ লাখ ৯৩ হাজার রুপি থেকে শুরু এবং সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৩০ হাজার রুপি। নতুন গোয়ান ক্লাসিক ৩৫০ মডেলের বাইকটির দাম ২ লাখের বেশি হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আরও পড়ুন
Advertisement
সূত্র: এবিপি নিউজ
কেএসকে/এমএস