খেলাধুলা

এক যুগ পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় শ্রীলঙ্কার

এক যুগ পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের এক শেষ ওয়ানডেতে হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লঙ্কানরা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ২০৯ রানে অলআউট করে ৩ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। ২০১২ সালের পর এই প্রথম কিউইদের ওয়ানডে সিরিজ হারালো লঙ্কানরা।

Advertisement

প্রথম ম্যাচও ছিল বৃষ্টি বিঘ্নিত। ওই ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা।

রোববার দ্বিতীয় ওয়ানডেতে পাল্লেকেলে স্টেডিয়ামে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামলে ৯ ওভার পর শুরু হয় বৃষ্টি। তার আগেই লঙ্কান স্পিনার দুনিথ ভেল্লালাগের বলে ৪ রান করে বোল্ড হন কিউই ওপেনার টিম রবিনসন। ৮ রান করে মহেশ থিকসানার বলে বোল্ড হন তিনে নামা হেনরি নিকোলস। ৩১ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড।

দ্বিতীয় দফায় বৃষ্টি শুরু হয় ১৮.১ ওভার পর। তখন নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ৭১ রান। মাঝের এই সময়ে আউট হন উইল ইয়ং (৪০ বলে ২৬)। পরে কমিয়ে ৪৭ এ নামিয়ে আনা হয়।

Advertisement

এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে জুটি গড়েন মার্ক চাপম্যান। এ জুটিতে ওঠে ২৭ রান। ১৫ রান করে চারিথ আশালঙ্কার বলে বিদায় নেন ফিলিপস।

পরের জুটিটা গড়ে ওঠে মার্ক চাপম্যান এবং মিচেল হেই-এর মধ্যে। এই জুটিই কিছুটা সম্মান রক্ষা করে কিউইদের। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ৭৫ রানের জুটি। ১৭৩ রানের মাথায় আউট হন মার্ক চাপম্যান। ৮১ বলে ৭ বাউন্ডারি আর ৩ ছক্কায় নিউজিল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ ৭৬ রান করেন তিনি।

৪৯ রান করেন মিচেল হেই। বাকি ব্যাটাররা উল্লেখযোগ্য কোনো স্কোর করতে পারেননি। সর্বশেষ ৪৫.১ ওভারে ২০৯ রানে যখন অলআউট হয় নিউজিল্যান্ড।

জবাব দিতে নেমে বিপদে পড়ে শ্রীলঙ্কাও। ৯৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। একপ্রান্ত আগলে রেখে ম্যাচ ধরে রাখেন কুশল মেন্ডিস। শেষ পর্যন্ত ১০২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। মাঝের ওভারগুলোতে মেন্ডিসকে সহায়তা করেন চারিথ আসালঙ্কা (১২ বলে ১৩) ও দুনিথ ওয়াল্লাগে (৩৯ বলে ২২)।

Advertisement

অষ্টম উইকেটে মেন্ডিসের সঙ্গে অপরাজিত ৪৭ রানের জুটি করেন মাহিশ থিকসানা। এই জুটিতেই জয় পায় শ্রীলঙ্কা।

লঙ্কান বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন মহেশ থিকাসানা ও জেফরি ভেন্ডারসি। ২ উইকেট নেন আসিথা ফার্নান্দো। ১টি করে উইকেট নেন দুনিথ ভেল্লালাগে ও চারিথ আশালঙ্কা। নিউজিল্যান্ডের হয়ে একাই ৪ উইকেট নেন মাইকেল ব্রাসওয়েল।

এমএইচ/এএসএম