জাতীয়

হাটহাজারীতে সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখল

চট্টগ্রামের হাটহাজারীতে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দখল হয়ে যায় প্রায় সাড়ে তিন কোটি টাকার সরকারি সম্পত্তি।

Advertisement

রোববার (১৭ নভেম্বর) অভিযান চালিয়ে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে সম্পত্তি পুনরুদ্ধার করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন।

প্রশাসন সূত্রে জানা যায়, হাটহাজারী পৌরসভার কলেজ গেট থেকে ইছাপুর ফয়জিয়া বাজার সত্তারঘাট এবং চট্টগ্রাম নাজিরহাট সড়কের মেডিকেল গেট থেকে নাজিরহাটের হাটহাজারী সীমানার মহাসড়কের উভয় পাশে একটি ভূমিদস্যু চক্র সরকারি সম্পত্তি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় এক ব্যক্তি সরকারি প্রায় ৩২ শতক জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করে। খবর পেয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়।

Advertisement

সাড়ে তিন কোটি টাকার সম্পত্তি পুনরুদ্ধারের বিষয়টি স্বীকার করে ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, সরকারি জায়গা কেউ দখল করে রাখতে পারবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এমডিআইএইচ/জেডএইচ/