ক্যাম্পাস

কোর্স ক্রেডিট ছাড়াও পিএইচডি ডিগ্রি দেবে বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রচলিত কোর্স ক্রেডিট সিস্টেমের পাশাপাশি কোর্স ক্রেডিট ছাড়াও পিএইচডি ডিগ্রি নিতে পারবেন শিক্ষার্থীরা।

Advertisement

শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে প্রচলিত কোর্স ক্রেডিট সিস্টেমের (এপ্রিল ২০২১ থেকে কার্যকর) পাশাপাশি কোর্স ক্রেডিট সিস্টেম ছাড়া পিএইচডি ডিগ্রি দেওয়া হবে। শুধু পিএইচডি ছাত্র-ছাত্রীদের সুপারভাইজ করার যোগ্যতা অর্জনকারী শিক্ষকরা পিএইচডি কোর্সের ছাত্র-ছাত্রীদের ক্লাস নিতে পারবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্কের (বিএনকিউএফ) নীতিমালা অনুসরণে পিএইচডির শুরুতে কিছু কোর্সওয়ার্ক থাকতে হবে, যা ভর্তি কমিটি কর্তৃক নির্ধারিত হবে।

আসিফ ইকবাল/এসআর/এমএস

Advertisement