হাসপাতালের বিছানায় শায়িত মরদেহের চোখ গায়েব! পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত চাইলে জানানো হয়, ইঁদুর মরদেহ থেকে চোখ খুবলে নিয়েছে। অবিশ্বাস্য হলেও, আসলেই এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের বিহার রাজ্যের নালন্দা মেডিকেল কলেজ হাসপাতালে।
Advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, শরীরে গুলিবিদ্ধ হয়ে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পাটনার ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফান্টুশ কুমার নামে এক যুবক। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা ওই যুবককে গুলি চালায় বলে জানান স্বজনরা। এর পরদিন শুক্রবার হাসপাতালে অস্ত্রোপচার হয় আহত যুবকের। অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় ও একই দিন রাতে তার মৃত্যু হয়।
আরও পড়ুন:
২০৫০ সালের মধ্যে যুুক্তরাষ্ট্রে ২৬ কোটি মানুষ স্থূলতায় ভুগবে পার্টিতে মুরগির মাংস চাওয়ায় ভাইকে খুন, প্রমাণ লুকালেন মা ভারতে ‘আন্ডারওয়্যার গ্যাং’-এর উৎপাতে অতিষ্ঠ মানুষশুক্রবার রাতে মৃত্যু হলেও মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে না পাঠিয়ে পরদিন সকাল পর্যন্ত আইসিইউতেই রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার সকালে যুবকের স্বজনররা মরদেহ নিতে এসে দেখতে পান, বাম চোখ নেই। শয্যার পাশে একটি সার্জিক্যাল ব্লেডও পড়ে ছিল বলে অভিযোগ করেন এক স্বজন। এরপর হাসপাতালে বিক্ষোভ শুরু করেন ফান্টুশের স্বজনরা।
Advertisement
বিক্ষোভের মুখে হাসপাতালের কর্মচারীরা দাবি করেন, মরদেহের একটি চোখ খুবলে নিয়েছে ইঁদুর। হাসপাতাল কর্তৃপক্ষের এই দাবি মানতে নারাজ নিহত যুবকের স্বজনরা। তাদের দাবি, মৃত্যুর পর রোগীর চোখ কেটে বের করে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
নতুন ফোন কিনে ‘ট্রিট’ না দেওয়ায় বন্ধুদের হাতে কিশোর খুন নেতা চলে যেতেই প্রদর্শনীর মাছ লুট করলো জনগণ, ভিডিও ভাইরালহাসপাতালের সুপার বিনোদ কুমার জানান, এই ঘটনার তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
স্থানীয় আলমগঞ্জ থানার স্টেশন হাউজ অফিসার (এসএইচও) রাজীব কুমার বলেন, হাসপাতাল প্রশাসনের দায়ের করা একটি আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি আমরা।
Advertisement
সূত্র: দ্য হিন্দু
এসএএইচ