আমলকীর স্বাস্থ্য উপকারিতা অনেক। জানলে অবাক হবেন, একটি আমলকীতে থাকে একটি কমলার চেয়েও বেশি ভিটামিন সি। পুষ্টিবিদদের মতে, ভিটামিন সি ফলটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। আমলকী অ্যান্ট অক্সিড্যান্টে ভরপুর। তাই ঋতু পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন রোগব্যাধি থেকে বাঁচতে নিয়মিত খেতে পারেন আমলকী।
Advertisement
শুধু শরীরের জন্যই নয় বরং ত্বক ও চুলেরও যত্ন নেয় আমলকী। এতে আছে ফাইবার, আয়রন, ফ্যাটি অ্যাসিডও। ফাইবার থাকার কারণেই আমলকী হজমে সহায়ক। এমনকি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক ফলটি।
যারা আমলকী কাঁচা খেতে চান না তারা কিন্তু এর স্যুপ তৈরি করে পান করতে পারেন। সর্দি-কাশি হলে গরম গরম আমলকীর স্যুপ যেমন জিহ্বায় স্বাদ জোগাবে, আবার শরীরেও পুষ্টি সরবরাহ করবে। যাতে করে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।
আমলকী দিয়ে কীভাবে স্যুপ বানাবেন?উপকরণ
Advertisement
১. আমলকী ৫-৬টি ২. গোলমরিচ ৫-৬টি ৩. জিরা ১ চা চামচ ৪. আস্ত ধনিয়া ১ চা চামচ৫. কাঁচামরিচ কুচি ২টি ২টি ৬. হলুদ আধা চা চামচ
আরও পড়ুন শীতে সুস্থ থাকতে আগে থেকেই যে নিয়ম মানবেন ফল চিবিয়ে নাকি রস করে খাবেন?৭. লবণ স্বাদমতো৮. মসুর ডাল আধা কাপ৯. কারিপাতা ফোড়নের জন্য১০. শুকনো মরিচ ২টি ও১১. ঘি ১ টেবিল চামচ।
পদ্ধতি
আমলকী ধুয়ে শুকিয়ে বীজ বাদ দিয়ে টুকরো করে কেটে নিন। আমলকি, গোলমরিচ, কাঁচামরিচ, লবণ, জিরা ও হলুদ দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার একটি প্যানে আধা কাপ রান্না করা ডাল, এক কাপ পানি ও আমলকীর মিশ্রণ দিয়ে আঁচ কমিয়ে ফুটিয়ে নিন।
Advertisement
অন্য একটি প্যানে ঘি দিয়ে তাতে আস্ত ধনিয়া, কারিপাতা ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে স্যুপে মিশিয়ে নিন। দিন হোক বা রাত, যে কোনো সময় গরম গরম এই স্যুপ পানে ত্বক যেমন ভালো থাকবে আবার ঋতু বদলের সময় দূরে থাকবে রোগবালাইও।
জেএমএস/এএসএম