স্মার্টফোন কেনার পর এর বক্সটি আমরা কিছুদিন খুব যত্ন করে তুলে রাখি। কিন্তু কিছুদিন গেলেই মনে হয় এই বক্সটি শুধু শুধু এতো জায়গা দখল করে আছে। তার চেয়ে ফেলে দিলেই হয়। আবার হয়তো কিছুদিন ঘরে রেখে ফেলে দেন অনেকে।
Advertisement
এই কাজটি মোটেই করবেন না, পরবর্তিতে নানান সমস্যায় পড়তে পারেন। ফোন যতদিন ব্যবহার করছেন ততদিন অন্তত ফোনের বক্সটি রেখে দিন। এর অনেকগুলো কারণ রয়েছে। আসুন সেগুলো জেনে নেওয়া যাক-
>> ধরুন ভবিষ্যতে যদি নিজেদের ফোন বিক্রয় করার সিদ্ধান্ত নেন, তাহলে আসল বক্সটি থাকলে সেটির পুনঃবিক্রয়ের সম্ভাবনা এবং মূল্য বাড়তে পারে। ক্রেতারা প্রায়ই আসল প্যাকেজিংসহ পণ্য কিনতে পছন্দ করে, কারণ এটি দেখায় যে পণ্যটি সঠিকভাবে রাখা হয়েছে।
আরও পড়ুন গুগল শিটে ছবি বা লোগো যুক্ত করবেন যেভাবে>> এই বক্সটি ব্যবহারের সময় ফোন এবং এর আনুষঙ্গিকগুলো রাখার জন্য একটি নিরাপদ জায়গা প্রদান করে। এটি ডিভাইসটিকে ধুলো, স্ক্র্যাচ এবং অন্যান্য ক্ষতি থেকে রক্ষা করে।
Advertisement
>> বক্সে সিরিয়াল নম্বর এবং আইএমইআই নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এই তথ্য ওয়ারেন্টি দাবি বা মেরামতের জন্য প্রয়োজন পড়ে।
>> কেউ চাইলে সেই ফোনটা অন্য কাউকে দিতে পারে। তবুও উপহার হিসেবে ফোনটিকে এর আসল বক্সে দেওয়া এটিকে বেশ উপস্থাপনযোগ্য করে তোলে। ফোন তার আসল বাক্সে থাকলে তবেই তা সম্পূর্ণ বলে মনে হয়।
>> অনেক ফোন বিশেষ সংস্করণ বক্সে প্যাক করা হয়। এই ধরনের একটি বক্স বিশেষভাবে সাবধানে রাখা উচিত। কারণ তা নিজেদের মধ্যে অনন্য এবং কিছু সময় পরে তারা মূল্যবান বিভাগেও পড়তে পারে।
আরও পড়ুন ল্যাপটপ স্লো হলে যা করবেন যে ৪ শব্দ গুগলে সার্চ করলে মজার ব্যাপার ঘটবেসূত্র: টাইমস অব ইন্ডিয়া
Advertisement
কেএসকে/এএসএম