চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের আরও ১১ সদস্যকে আটক করা হয়েছে।
Advertisement
শনিবার (১৬ নভেম্বর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বাবুরহাট কলেজমাঠ, স্বর্ণখোলা রোড ও বড় স্টেশন এলাকায় চাঁদপুর সদর মডেল থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন চাঁদপুরে বেপরোয়া কিশোর গ্যাং, জনমনে আতঙ্ক চাঁদপুরে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চলছে অস্ত্রের মহড়াতিনি বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে যারা অপরাধমূলক কাজে জড়িত প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কোনো ধরণের সম্পৃক্ততা না থাকলে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।
Advertisement
এর আগে মডেল থানা ও ডিবি পুলিশের পৃথক দুটি যৌথ অভিযানে পাঁচজন এবং অস্ত্রসহ তিনজন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজনকে বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।
শরীফুল ইসলাম/এমকেআর