নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ২৩৯ জনের নামে মামলা হয়েছে। মামলায় ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
Advertisement
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী মো. ইব্রাহিম (১৯)।
মামলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (৭৮), সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৬২) ও থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫) প্রমুখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ভুক্তভোগী ইব্রাহিমসহ বহু মানুষ শান্তি প্রিয় বিক্ষোভ করে। তখন শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ অন্য আসামিরা একত্রিত হয়ে গুলি করেন। এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ইব্রাহিমের ডান পা দুটি গুলিবিদ্ধ হন। পরে ছাত্র-জনতা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
Advertisement
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরএইচ/জেআইএম