ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মো. আব্দুজ জাহের বলেছেন, ইবনে সিনা কোনো দলের বা ধর্মের নয়। এটি সবার এবং সব দলের প্রতিষ্ঠান।
Advertisement
শনিবার (১৬ নভেম্বর) নোয়াখালীর মাইজদীতে ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ২৫তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আ ন ম আব্দুজ জাহের বলেন, উন্নত প্রযুক্তি সমৃদ্ধ মেশিনারিজ, দক্ষ জনশক্তি, কোয়ালিটি রিপোর্ট, ন্যায্য মূল্য ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে আজ থেকে ঐতিহ্যবাহী নোয়াখালী জেলায় ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কার্যক্রম শুরু করেছে। এ শাখার মাধ্যমে অঞ্চলের মানুষে স্বল্প খরচে উন্নত সেবা পাবেন।
নোয়াখালীর এ কৃতি সন্তান আরও বলেন, এ অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য যেন ঢাকামুখী বা বিদেশ মুখি হতে না হয় তার জন্য ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে সব সুযোগ সুবিধা সম্বলিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালীতে প্রতিষ্ঠিত হয়েছে।
Advertisement
অনুষ্ঠানে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির চেয়ারম্যান ও ট্রাস্টের সদস্য (অর্থ) কাজী হারুন-অর-রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সরকারি তুহিন ফারাবী, ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি শাখার ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শহীদুল গনি, হাসপাতালের ডিরেক্টর এডমিন মো. আনিসুজ্জামান, জি এম মাসুদ, মো. জাহিদুর রহমান ও মো. নিয়াজ মাখদুম শিবলী ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম
Advertisement