রাজধানীর সূত্রাপুরে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট গৌতম চন্দ্র ঘোষের বাসার গ্রিলকেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসা থেকে প্রায় ২০ ভরি সোনা ও নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন সাংবাদিক গৌতম।
Advertisement
শুক্রবার (১৫ নভেম্বর) সূত্রাপুর থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক গৌতম। এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সূত্রাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের রুপলাল দাস লেনের একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
তিনি অভিযোগে বলেন, গত বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে আমার ২৩/সি রুপলাল দাস লেনের ভাড়াবাসার (দ্বিতীয় তলার ফ্ল্যাট নম্বর এ-২) তালা দিয়ে সবাই পারিবারিক কারণে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ যাই। বৃহস্পতিবার মুন্সিগঞ্জ থেকে ফিরে রাত ১০টায় ফ্ল্যাটের মূল দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করি।
কিন্তু তিন রুমের ফ্ল্যাটের মধ্যে দুই রুমের দরজা খুলতে পারলেও অপর রুমের দরজার তালা ভেতর থেকে লক হয়ে আছে। একাধিকবার চেষ্টা করেও লক খুলে ঢুকতে পারিনি। পরে রাত প্রায় ১০টা ৪০ মিনিটে পাশের বিল্ডিংয়ের ভাড়াটিয়াদের মাধ্যমে জানতে পারি ওই রুমের জানালার গ্রিল কাটা। পরে পরিচিত এক লোকের সহযোগিতায় ওই রুমের দরজাটি খুলতে পারি।
Advertisement
গৌতম চন্দ্র ঘোষ অভিযোগে আরও বলেন, রুমে প্রবেশ করার পর দেখতে পাই, আমার রুমে থাকা স্টিলের আলমিরার তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। আলমিরার ভেতরে থাকা প্রায় ২০ ভরি সোনা- যার বর্তমান বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা এবং নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নেই।
অভিযোগের বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রিল কেটে চুরির ঘটনার অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
টিটি/এমএএইচ/
Advertisement