আজ (১৫ নভেম্বর) ভারতের হায়দারাবাদে খ্যাতিমান সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্ঝের একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে তাকে ও এর আয়োজকদের আইনি নোটিশ দেওয়া হয়েছে।
Advertisement
এ নোটিশে বলা হয়েছে, দিলজিৎ যেন কোনোভাবেই কনসার্টে এমন কোনো গান না পরিবেশন করেন যাতে অ্যালকোহল, ড্রাগ কিংবা হিংসার প্রচার করা হয়েছে। এর আগে এমন কিছু কিছু গান নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। ফলে এবার অনুষ্ঠানের আগেই আগাম সতর্ক জারি করেছে তেলেঙ্গানা সরকার।
শুধু এখানেই শেষ নয়, এ নোটিশে চণ্ডীগড় থেকে পণ্ডিতিরাও ধারেনভার নামে এক ব্যক্তির তোলা ভিডিও ফুটেজে আগের কোনো অনুষ্ঠানে এমন কিছু বিতর্কিত গানের পরিবেশনার কথা উল্লেখ করা হয়েছে। এর আগে চলতি বছর দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়াম এবং জয়পুরে আয়োজিত ‘দিল-লুমিনাটি’ কনসার্ট নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু আন্তর্জাতিক মানের অনুষ্ঠানেও তার গানে এমন বিতর্কের প্রকাশ ঘটেছে।
দিলজিৎ দোসাঞ্ঝের অনুরাগীরা দীর্ঘ সময় ধরেই অপেক্ষায় ছিলেন হায়দারাবাদের এ কনসার্ট নিয়ে। একটি টিকিটও বাকি থাকেনি বিক্রি হতে। ২৬ অক্টোবর নয়া দিল্লি দিয়ে শুরু হয়েছিল এ বছরের ‘দিল-লুমিনাটি’ ট্যুর। যা ভারতের ১১টি শহরে আয়োজিত হবে। দিল্লি, জয়পুরে হয়ে গিয়েছে, এবার হবে হায়দরাবাদে এবং বাকি আরও ৮টি শহরে হবে এই অনুষ্ঠান।
Advertisement
কিন্তু এমন আবহে দিলজিৎকে পাঠানো এ নোটিশ তার কোটি কোটি অনুরাগীকে আহত করেছে। নারী ও শিশু সুরক্ষা কল্যাণ মন্ত্রণালয়, রঙ্গা রেড্ডি জেলার প্রতিবন্ধী এবং প্রবীণদের পক্ষ থেকে পণ্ডিতিরাও ধারেনভারের পেশ করা ভিডিওর আলোকে এই নোটিশ জারি করেছে। নোটিশে আরও বলা হয়েছে, এ অনুষ্ঠান চলাকালে আয়োজক কিংবা সংগীতশিল্পী কেউই যেন কোনো শিশুকে ব্যবহার না করেন। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী উচ্চ মাত্রার শব্দের থেকে শিশুদের দূরে রাখা উচিত, আর এই নির্দেশিকার কথাও কনসার্টের আগে মনে করিয়ে দেওয়া হয় এ শিল্পীকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ১৩ বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে ১২০ ডেসিবেলের উপর শব্দ প্রাণহানির কারণ হতে পারে। এছাড়া কনসার্টে উচ্চ মাত্রার শব্দ, তীব্র আলোর ব্যবহার হয়ে থাকে যা শিশুর স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলতে পারে। কনসার্টের আগে দিলজিৎ এবং তার অনুষ্ঠানের আয়োজকরা এ নির্দেশিকা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন।
এমএমএফ/এএসএম
Advertisement