খেলাধুলা

পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি, ইঙ্গিত আইসিসির প্রোমোতে

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হবে? পাকিস্তান আয়োজক হলেও গত কয়েকদিনে এ নিয়ে বেশ জলঘোলা হয়েছে। ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে দুই দেশে এই টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তাবনাও এসেছে।

Advertisement

কিন্তু পাকিস্তান নাছোড়বান্দা। তারা নিজেদের দেশের বাইরে এবার টুর্নামেন্টটি যেতে দেবে না। ফলে এই টুর্নামেন্টে ভারতের খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।

ভারতের মতো দলকে বাদ দিলে তো বড় অংকের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আইসিসিকে। তাই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পড়েছে বড় বিপাকে।

এর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, বিকল্প ভেন্যু প্রস্তুত আছে। পাকিস্তান যদি তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তবে দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নেওয়া হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর।

Advertisement

এইসব জল্পনার মাঝে প্রতিযোগিতার নতুন প্রোমো প্রকাশ করলো আইসিসি। যেখান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, পাকিস্তানেই আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫।

আইসিসির প্রকাশিত প্রোমোতে চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন লোগো দেখা যাচ্ছে। নতুন প্রোমোটি বেশ চমকপ্রদ। লোগোটি চিরাচরিত লোগোর থেকে আলাদা। সেখানে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে নাম রয়েছে পাকিস্তানেরই।

তবে আইসিসি যতই নতুন প্রোমো প্রকাশ করুক না কেন, এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে ভারত-পাকিস্তানের সম্পর্ক। এখনও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে দড়ি টানাটানি চলছে। ভারত সরকারের পক্ষ থেকে এখনও খেলোয়াড়দের ছাড়পত্র দেওয়া হয়নি।

এর আগে এশিয়া কাপেও এক পরিস্থিতি তৈরি হয়েছিল। যেখানে ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানানোয় শ্রীলঙ্কা যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব পেয়েছিল। তবে এবার পাকিস্তান তা মানতে নারাজ। তারা চাইছে সব ম্যাচ তাদের দেশেই আয়োজিত হোক। এখন দেখা যাক, ভারত শেষ পর্যন্ত কী করে!

Advertisement

ICC reveals Logo and Brand Identity for Champions Trophy. pic.twitter.com/ckJN5vZZT6

— Ragav (@ragav_x) November 13, 2024

এমএমআর/জেআইএম