আইন-আদালত

সুপ্রিম কোর্টে ব্রেস্ট ফিডিং রুম স্থাপনের আবেদন

হাইকোর্টের নির্দেশনার আলোকে সুপ্রিম কোর্টে ব্রেস্ট ফিডিং রুম স্থাপন করতে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর এ আবেদন করেন।

Advertisement

আবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের ২৪ অক্টোবর সারাদেশে পাবলিক প্লেসে ব্রেস্ট ফিডিং রুম স্থাপনের জন্য হাইকোর্ট ডিভিশনে জনস্বার্থে রিট ফাইল করি। রিটের শুনানি শেষে হাইকোর্ট ডিভিশন একই বছরের ৩ নভেম্বর রুল জারি করেন এবং পরে নির্দেশনা দেন। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০২৩ সালের ৪ মার্চ হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দেন। রায়ে রুলটি যথাযথ (অ্যাবসুলেট) করা হয়।

রায়ে সব পাবলিক প্লেসে মা ও শিশুর জন্য ব্রেস্ট ফিডিং রুম স্থাপনের নির্দেশনা রয়েছে। ওই রিটের ফলশ্রুতিতে, এরই মধ্যে দেশের জেলা কোর্টসহ অন্যান্য স্থানে ব্রেস্ট ফিডিং রুম স্থাপিত হয়েছে। অথচ, রিটে সুপ্রিম কোর্ট ১৯ নম্বর রেসপনডেন্ট হওয়া সত্ত্বেও যথেষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও কোনো ব্রেস্ট ফিডিং রুম স্থাপিত হয়নি।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, সারা বাংলাদেশ থেকে বিচারপ্রার্থীরা সুপ্রিম কোর্টে ন্যায় বিচারের প্রত্যাশায় আসেন। যার মধ্যে অনেক মা ও দুগ্ধপোষ্য শিশুও রয়েছে। তাদের স্বাস্থ্য ও সম্মান রক্ষার্থে হাইকোর্টের যুগান্তকারী রায় বাস্তবায়ন একান্ত আবশ্যক। অতএব, বিনীত প্রার্থনা হাইকোর্ট ডিভিশনের রায় অনুসারে সুপ্রিম কোর্টে মা ও শিশুর স্বাস্থ্য ও সম্মান সুরক্ষায় অতিসত্ত্বর ব্রেস্ট ফিডিং রুম স্থাপনে মর্জি হয়।

Advertisement

এফএইচ/এমএএইচ/জেআইএম