দেশজুড়ে

একদিনে মনোনয়ন পরিবর্তন : প্রতিবাদে সড়ক অবরোধ

কুমিল্লার মুরাদনগরে আ.লীগের মনোনয়ন প্রদানের একদিন পর তা পরিবর্তনের ঘটনায় প্রতিবাদ করেছে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে কুমিল্লা-নবীনগর সড়কের মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকায় দলীয় নেতাকর্মী ও প্রতিবাদী জনতা সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করে এ ঘটনার প্রতিবাদ করেন।  জানা যায়, গত ৮ মে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়েরকে দলীয় মনোনয়ন দেয়া হয়। কিন্তু পর দিন ওই মনোনয়ন বাতিল করে হেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে একই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। পরে মনোনয়ন পরিবর্তনের ঘটনায় বিক্ষুব্ধ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী মঙ্গলবার বিকেলে প্রতিবাদ করেন।এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, আওয়ামী লীগ থেকে কাজী আবুল খায়েরের মনোনয়ন বাতিল করে উপজেলার গুঞ্জর গ্রামের মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী মন্তাজ উদ্দিনের ছেলে হেলাল উদ্দিনকে আ.লীগের মনোনয়ন দেয়ার বিষয়টি রহস্যজনক। এতে দলীয় নেতাকর্মীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া সরকার, আওয়ামী লীগ নেতা আলমাছ উদ্দিন, আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, শাহ আলম, হুমায়ুন কবির, ফোরকান মাস্টার, যুবলীগ নেতা শাহ আলম, জালাল উদ্দিন, হেলাল উদ্দিন মাস্টার ও ছাত্র লীগ নেতা সাহেদুল হক সুজন প্রমুখ। এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল খায়ের জানান, আমাকে দল থেকে মনোনয়ন দেয়ার এক দিন পর তা কেড়ে নেয়ায় দলের নেতাকর্মীরা এখন হতাশ। দল আমার প্রতি ন্যায় বিচার করেনি। কামাল উদ্দিন/এফএ/আরআইপি

Advertisement