রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ছাত্র-জনতা হাসপাতালে গিয়ে ডা. হান্নানকে না পেয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। পরে দ্রুত সময়ের মধ্যে তত্ত্বাবধায়কের অপসারণের দাবি জানান তারা।
Advertisement
এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি বলেন নানা সীমাবদ্ধতার কারণে রোগীদের রেফার্ড করতে হয়। পরে শিক্ষার্থীরা রাজবাড়ী সদর হাসপাতালে গিয়ে তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নানের কক্ষে তালা দেওয়া চেষ্টা করে বাইরে থাকা তার নামফলক ছিঁড়ে ফেলেন।
এ সময় শিক্ষার্থী সাঈদুজ্জামান সাকিব, মিরাজুল মাজিদ তূর্জ, তামিম, আতিক হাসান রাফি, আমিনুল ইসলাম, নাফিসা প্রভা, মেহেনাজ মুস্তারি আফরিন, আশা আক্তার, মেহতা নওরিন পূর্ণসহ অনেকে উপস্থিত ছিলেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, অফিস টাইমে প্রাইভেট প্যাকটিসের সুযোগ নাই। বিকেলে কেউ কেউ চেম্বার করি। তানভীরের বিষয়ের জরুরি বিভাগে সঠিক চিকিৎসা দেওয়া হয়েছে কিনা সেটি তদন্ত করে দেখবো। কারো কোনো খাফেলতি থাকলে ব্যবস্থা গ্রহণ করবো।
Advertisement
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটোন বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। হাসপাতালের কাউকে নিয়োগ দেওয়া বা অপসারণ করার ক্ষমতা আমার নাই। এটি দেখবে ডিভিশনাল ডিরেক্টর স্যার।
রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস