ভারতের পশ্চিমবঙ্গের উত্তর২৪ পরগনা জেলার খরদহ থানার অন্তর্গত তিনটি অঞ্চল থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে খরদহ থানা পুলিশ।
Advertisement
জানা গেছে, গত বুধবার (১৩ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর২৪ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারেটের খরদহ থানা গোপন সূত্রে খবর পায় যে, আট বাংলাদেশি নাগরিক কোনো বৈধ নথিপত্র ছাড়াই বাড়ি ভাড়া করে ছিলেন।
খবর পাওয়া মাত্রই খড়দহ থানা পুলিশ অভিযান চালায় এবং খরদহ থানার টিটাগড় পানিটাং, খরদহ নতুনপল্লি ও আগরপাড়ার শালপাতা বাগান এলাকা থেকে আট বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে।
গ্রেফতার তিনজনের পরিচয় জানা গেছে। এদের নাম বাবুল শেখ, ফারুক শেখ ও আলি শেখ। এছাড়া গ্রেফতার আটজনের বাড়িই গোপালগঞ্জে। এরা সবাই খরদহ থানার অন্তর্গত তিনটি এলাকায় বাড়ি ভাড়া করে বসবাস করছিলেন। তাদের কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ নথিপত্র ছিল না।
Advertisement
জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছেন, তারা সবাই বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। কাজের উদ্দেশ্যে ভারতে এসেছেন।
আরও পড়ুন: কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক, ১৮৭ যাত্রী নিয়ে জরুরি অবতরণ ব্রাজিলে সুপ্রিম কোর্টের বাইরে বিস্ফোরণতবে খরদহ থানার পুলিশ তদন্ত করে দেখছে যে, শুধুই কি কাজের জন্য তারা পশ্চিমবঙ্গে এসেছেন না কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাদের সবাইকে ব্যারাকপুর কোর্টে তোলা হয়েছে।
ডিডি/টিটিএন
Advertisement