অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক মোহাম্মদ অংকনের কবিতার বই ‘আমার তোমাকেই লাগবে’। বইটি প্রকাশ করছে লেখাচিত্র প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শফিক মামুন। মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
Advertisement
মোহাম্মদ অংকনের প্রকাশিত বই ২২টি। কবিতার বই হিসেবে ‘আমার তোমাকেই লাগবে’ তৃতীয়। সিরিজটির নাম ‘দুঃখ সিরিজ’। এই সিরিজের প্রথম বই ‘ভালোবেসে দুঃখ ছুঁয়েছি’।
আরও পড়ুন প্রকাশিত হলো মোহাম্মদ নূরুল হকের ‘নবাবের একদিন’ প্রকাশিত হলো রব্বানী চৌধুরীর দুটি ছড়ার বইবইটি প্রসঙ্গে কবি বলেন, ‘বইটিতে মোট ৪০টি কবিতা স্থান পেয়েছে। কবিতাগুলো প্রেম-বিরহ, পাওয়া না-পাওয়া, হৃদয়ের অন্তর্নিহিত কষ্টকে আশ্রিত করে লেখা। কবিতাগুলো পড়লে মনে হতে পারে, এমন কাউকে ভালোবাসা হয়েছিল; যাকে কাছে পেলে হয়তো জীবনে পূর্ণতা আসতো। সেই অপূর্ণতার কঠিনতম আস্ফালনের সুরে বলা ‘আমার তোমাকেই লাগবে’।’
মোহাম্মদ অংকন নাটোরের সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কম্পিউটার বিভাগে কর্মরত।
Advertisement
এসইউ/জিকেএস