জাতীয়

খেলাধুলা-শরীরচর্চা ইসলামেরই অংশ: ডা. ফখরুদ্দিন মানিক

মুসলমানদের জন্য ইসলামে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।

Advertisement

তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে খেলাধুলা, বিনোদন এবং শরীরচর্চা কেবল শখ বা সময় কাটানোর মাধ্যম নয়, এগুলো ইসলামের শিক্ষা ও আদর্শের অংশ।

বুধবার ( ১৩ নভেম্বর) ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিভাগীয় আন্তঃশাখা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. ফখরুদ্দিন মানিক বলেন, ‘ইসলামে শরীর ও মনের সুস্থতা রক্ষায় খেলাধুলা ও শারীরিক প্রশিক্ষণকে অত্যন্ত উৎসাহিত করা হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজে অনেক খেলাধুলায় অংশ নিতেন এবং মুসলমানদেরও শরীরচর্চার জন্য উদ্বুদ্ধ করতেন। যেমন, ঘোড়দৌড়, তিরন্দাজি এবং দৌড়ের মতো খেলাধুলা ইসলামে প্রশংসিত।’

Advertisement

কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল জাহিদুল সঞ্চালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রাজিবুল হাসান বাপ্পি। এছাড়া কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ‘খেলাধুলা শুধু শারীরিক বিকাশের একটি মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও দাওয়াতি ক্ষেত্রও। আমরা বিশ্বাস করি, এ খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মধ্যে ইসলামের নৈতিকতা, সংহতি এবং সহমর্মিতার শিক্ষা ছড়িয়ে দিতে সক্ষম হবো। সুতরাং, এ উদ্যোগের মাধ্যমে আমরা শুধু শারীরিক সুস্থতা নয়, সমাজে ইসলামী মূল্যবোধের প্রসারও ঘটাতে চাই।’

ঢাকা বিভাগীয় আন্তঃশাখা ফুটবল টুর্নামেন্টে মোট ৩০টি দল অংশ নেয়। চূড়ান্ত পর্যায়ে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় ও রানারআপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

এএএম/এমএএইচ/জেআইএম

Advertisement