চট্টগ্রামের রাউজানে চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে একটি ইটভাটাকে তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে সংস্থাটি।
Advertisement
ইটভাটাগুলো হলো- এম.আর.সি, ডি.এন.সি, কে.বি ডাব্লিউ ও ও বি.বি.সি-২।
বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের রাবার বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, ‘রাবার বাগান ঘেঁষে ইটভাটা স্থাপন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় চারটি অবৈধ ইটভাটা সর্ম্পূণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া জে.বি.এল নামের ইটভাটার মালিক মোহাম্মদ ইব্রাহিমকে পাহাড় কাটার অভিযোগে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’
Advertisement
অবৈধ ইটভাটায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক আশরাফ উদ্দিন।
এএজেড/এমএএইচ/জিকেএস