আনিসুর রহমান জিকো স্কোয়াডে ফিরলেও গোলপোস্টের নিচে হ্যাভিয়ের ক্যাবরেরার আস্থা মিতুল মারমার ওপরেই। বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচ। এই ম্যাচে মিতুল মারমাকেই একাদশে রেখেছেন কোচ।
Advertisement
অনেকের ধারণা কিছুদিন আগে ভুটানে গিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের কাছে ৪ গোল খাওয়ার পরই জিকোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে থাকে। ক্যাবরেরা মিতুলকে একাদশে রেখেই একাদশ সাজিয়েছেন।
এ ম্যাচে অধিনায়কত্ব করছেন সিনিয়র ও অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। জামাল ভূঁইয়া দলে না থাকায় দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়কেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন কোচ। রক্ষণভাগে তপুর সঙ্গে ইসা ফয়সাল, শাকিল আহাদ তপু, সাদ উদ্দি।
মাঝ মাঠে কাজেম কিরমানি, সোহেল রানা, রিদয়। আক্রমণভাগে মোরসালিন, রাকিব ও ফয়সাল আহমেদ ফাহিম। এ ম্যাচে জাতীয় দলে অভিষেক হচ্ছে তরুণ ডিফেন্ডার শাকিল আহাদ তপুর।
Advertisement
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, তপু বর্মন, সাদ উদ্দিন, ইসা ফয়সাল, শাকিল আহাদ তপু, রিদয়, মোরসালিন, রাকিব, সোহেল রানা, কাজেম কিরমানি, ফয়সাল আহমেদ ফাহিম।
আরআই/আইএইচএস/