দেশজুড়ে

মহাসড়ক দখল করে ক্লাবঘর নির্মাণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফরিদপুরে মহাসড়ক দখল করে ক্লাবঘর নির্মাণের অভিযোগ উঠেছে চুন্নু মোল্লা নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদি বাজার সংলগ্ন এলাকায় স্থাপনাটি নির্মাণাধীন।

Advertisement

চুন্নু মোল্লা ধুলদি বাজারের সিমেন্ট ব্যবসায়ী। তিনি মাচ্চর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের ওই অংশটির সেতু অকেজো হওয়ায় পাশে সড়কের আরেকটি অংশ করা হয়। গত তিনবছর ধরে মূলসড়ক হিসেবে নতুন অংশটি ব্যবহার করা হচ্ছে। এরপর থেকে ওই অংশটি বন্ধ হয়ে গেলেও ছোটোখাটো যানবাহন চলাচল করে।

সম্প্রতি মহাসড়কের অব্যবহৃত ওই অংশের ওপরে অধাপাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন চুন্নু মোল্লা। পিচ ঢালাইয়ের পুরো অংশের ওপর ইট-বালু দিয়ে পাকা করা হয়েছে। এরপর বাঁশ ও কাঠ দিয়ে কাঠামো তুলে ধরা হয়েছে।

Advertisement

এ ব্যাপারে চুন্নু মোল্লা নিজেকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বলেন, এলাকার মানুষের সহযোগিতায় এটা আমি করতেছি। এখানে আমাদের ক্লাবঘর করা হবে। কয়েকদিন আগে জাঁকজমকভাবে উদ্বোধন করা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা বলেন, মহাসড়কের ওপর কেউ স্থাপনা নির্মাণ করলে সেটি সড়ক বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। বিএনপির কেউ করে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থাও নেওয়া হবে।

এ বিষয়ে ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার জানান, বিষয়টি জানা নেই। পিচঢালাই সড়কের ওপর স্থাপনা নির্মাণ ভয়ঙ্কর বিষয়। খোঁজ নিয়ে এখনই স্থাপনা নির্মাণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এনকেবি নয়ন/আরএইচ/জেআইএম

Advertisement