অমর কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় নানির বাড়িতে তার জন্ম। তার দাদাবাড়িও নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়।
Advertisement
নেত্রকোনায় আজ পালিত হলো প্রয়াত লেখকের ৭৬তম জন্মদিন। এই দিনে তার ভক্ত অনুরাগীরা ছুটে এসেছিলেন ফুল হাতে। কেউ পরেছিলেন হুমায়ূনের সৃষ্ট তুমুল জনপ্রিয় হিমুর হলুদ রঙের শাড়ি-পাঞ্জাবি। কেউবা রূপা সেজে হাজির হয়েছিলেন নীল শাড়িতে। আনন্দ শোভাযাত্রা করে প্রিয় হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন পালন করেন তারা।
হিমু পাঠক আড্ডা’র উদ্যোগে বেলা ১১টায় তরুণ পাঠক ও লেখক ভক্তরা সাতপাই চক্ষু হাসপাতাল এলাকা থেকে আনন্দ শোভাযাত্রা বের করেন। শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার ভার্চুয়ালি আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রায় শিশু-কিশোর, কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সামাজিক, সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।
পরে হিমু ও রূপারা গানের তালে তালে হেঁটে নেচে গেয়ে প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়ার মুক্তমঞ্চে এসে জড়ো হয়। সেখানে হিমু-রূপাদের নিয়ে লেখকের জন্মদিনের কেক কাটেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
Advertisement
সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে লেখকের তৈরি বিভিন্ন নাটক ও সিনেমায় ব্যবহৃত কালজয়ী গান ও নৃত্য নিয়ে ‘গানে ও আড্ডায়’ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
এছাড়াও লেখকের পৈতৃক ভিটা কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুর গ্রামে লেখক প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপিঠে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদ ৬৩ বছর বয়সে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সারের ১৯ জুলাই আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কেএএইচ/এলএ/জেআইএম
Advertisement