আন্তর্জাতিক

গাঢ় ধোঁয়াশায় ঢাকা দিল্লিতে প্লেন চলাচল বিঘ্নিত, বায়ু মান ‘গুরুতর’

গাঢ় ধোঁয়াশায় ঢেকে গেছে ভারতের রাজধানী দিল্লি। বুধবার (১৩ নভেম্বর) সকাল থেকে একই অবস্থা নয়ডা, গজিয়াবাদ, গুরগাঁও এবং ফরিদাবাদের মতো পার্শ্ববর্তী এলাকাগুলোতেও। দৃশ্যমানতা কমে আসায় প্রভাব পড়ছে প্লেন চলাচলেও। এরই মধ্যে বেশ কিছু ফ্লাইট অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা থেকে অন্তত ১০টি ফ্লাইট সরিয়ে দেওয়া হয়, যার মধ্যে ছয়টি জয়পুরে এবং একটি লখনউয়ে নেমেছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৩০ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শূন্য মিটার দৃশ্যমানতা রেকর্ড করা হয় এবং রানওয়ে ভিজ্যুয়াল রেঞ্জ (আরভিআর) ছিল ১২৫ থেকে ৫০০ মিটার পর্যন্ত।

আরও পড়ুন>>

Advertisement

দিল্লি-লাহোরে বিপজ্জনক বায়ু, ঢাকার অস্বাস্থ্যকর লাহোরে ভয়াবহ বায়ুদূষণ, হাসপাতালে ভর্তি অন্তত ৯০০ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে ৪ ঘূর্ণিঝড়, ফিলিপাইনে বড় বিপদের শঙ্কা

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক্সের এক পোস্টে জানিয়েছে, বিমানবন্দরে অবতরণ এবং উড্ডয়ন চলমান থাকলেও সিএটি ৩ (CAT III) সংযুক্ত নয় এমন ফ্লাইটগুলো প্রভাবিত হতে পারে। সিএটি ৩ হলো এমন একটি নেভিগেশন ব্যবস্থা, যার সাহায্যে কম দৃশ্যমানতায়ও প্লেনগুলো অবতরণ করতে পারে।

এদিকে, অবনতি হয়েছে দিল্লির বায়ু মান সূচকেও (একিউআই)। এদিন ভারতীয় রাজধানীর একিউআই ৪০০ পেরিয়ে ‘গুরুতর’ অবস্থায় পৌঁছেছে। গুরগাঁও, নয়ডা ও গজিয়াবাদের একিউআই-ও ‘খারাপ’ ক্যাটাগরিতে দেখা যাচ্ছে।

দিল্লির বায়ু মান গত দুই সপ্তাহ ধরে ‘খারাপ’ অবস্থায় থাকার পর ‘গুরুতর’ ক্যাটাগরিতে প্রবেশ করে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের রিপোর্ট অনুযায়ী, আনন্দবিহার এবং আয়া নগর মনিটরিং স্টেশন দুটি ‘গুরুতর’ ক্যাটাগরির বায়ু মান রিপোর্ট করেছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫.৩০টা নাগাদ ‘খুব ঘন’ কুয়াশা তৈরি হতে শুরু করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে।

Advertisement

বর্তমানে ভারতীয় রাজধানী অঞ্চলে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের দ্বিতীয় স্তর কার্যকর রয়েছে। এর আওতায় নির্দিষ্ট রাস্তা এবং নির্মাণ ও ধ্বংসকাজ সাইটে ধুলো নিয়ন্ত্রণ ব্যবস্থার বাস্তবায়ন ও পানি ছিটানো হচ্ছে।

সূত্র: এনডিটিভিকেএএ/