জাতীয় দলে মামুনুল-জাহিদদের ফেরা নিয়ে কম নাটক হয়নি। শনিবার আয়োজিত বাফুফের নবনির্বাচি সভায় ক্ষমা চাইলেই তাদেরকে আবার ফিরিয়ে আনা হতে পারে জাতীয় দলে, এমনটাই জানিয়েছিলেন জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল। কিন্তু সেটা আর হলো না। তাজিকিস্তানের বিপক্ষে ৩৪ সদস্যের দলে ঠাই হয়নি মামুনুল এবং জাহিদের। এছাড়া আরো দুই নিষিদ্ধ ফুটবলার সোহেল রানা এবং ইয়াসিনও উপেক্ষিত রইলেন এবারের জাতীয় দলের ক্যাম্পে। বাফুফের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন মামুনুল এবং সোহেল রানা। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিদেশ থেকে দেশে আসার পরেই তাদের ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে অফ-ম্যাচের জন্য ৩৪ জনকে জাতীয় দলের ক্যাম্পে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২ জুন তাজিকিস্তানের মাটিতে প্রথম লেগে মুখোমুখি হবে বাংলাদেশ। ৭ জুন দ্বিতীয় লেগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকদের আতিথ্য দেবে মামুন মিয়া-তপু বর্মনরা। ইতোমধ্যে এক মাসের জন্য সাবেক কোচ লোডভিক ডি ক্রুইফকেই আবার নিয়োগ দিয়েছে বাফুফে। ক্রুইফ আসার আগ পর্যন্ত সাইফুল বারী টিটু ক্যাম্পের দায়িত্বে থাকবেন। ক্যাম্পে ডাক পাওয়া ৩৪ ফুটবলার: কেষ্ট কুমার বোস, মোনায়েম খান রাজু, মাজহারুল ইসলাম হিমেল, আশরাফুল ইসলাম রানা, রায়হান হোসেন, নাসিরউদ্দিন চৌধুরী, তপু বর্মন, ইমন মাহমুদ, নাসিরুল ইসলাম নাসির, আতিকুর রহমান মিশু, রাসেল মাহমুদ লিটন, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মামুন মিয়া, শাকিল আহমেদ, লিঙ্কন, আরিফুল ইসলাম, , রেজাউল করিম, খালেকুরজামান সবুজ, ফয়সাল মাহমুদ, ওয়ালী ফয়সাল, জামাল ভূইয়া, শাহেদুল ইসলাম শাহেদ, শাহেদুল ইসলাম শাহেদ (জুনিয়র), মাশুক মিয়া জনি, কৌশিক বড়ুয়া, শহিদুল আলম সোহেল, , জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, রুবেল মিয়া, মান্নাফ রাব্বী, নাবিব নেওয়াজ জীবন, নুরুল আবসার, সৈকত মাহমুদ ও সৈয়দ রাসেল তুর্য। আরআর/এমআর/এমএস
Advertisement