প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ১ তারিখে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় অমর একুশে বইমেলা। যে কারণে অক্টোবর থেকেই প্রস্তুতি নিতে থাকেন লেখক-প্রকাশকরা। এবার হঠাৎ করে খবর আসে সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে না বইমেলা। বরাদ্দ পায়নি আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। ফলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে উঠেছেন কবি-লেখকরা।
Advertisement
কবি ও সাংবাদিক মেহেদী হাসান শোয়েব লিখেছেন, ‘বইমেলা হওয়া না-হওয়াতেই কি খুব বেশিকিছু আসে যায়?’
আবৃত্তিশিল্পী ও লেখক সাফিয়া খন্দকার রেখা লিখেছেন, ‘হতাশ হওয়ার কিছু নেই, গত দুই বছর এই কাহিনি করতেছে, তারপর ঠিকই উদ্যানেই মেলা হয়। এবার যদি না হয় তাহলে বুঝতে হবে এর অন্য ব্যাখ্যা রয়েছে...’
কবি ও প্রকাশক কাদের বাবু লিখেছেন, ‘অমর একুশে বইমেলা আয়োজনের জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ চাই, দিতে হবে।’
Advertisement
কবি সদ্য সমুজ্জ্বল লিখেছেন, ‘সব সময় চেয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা হোক।’
আরও পড়ুন
নূর হোসেন চত্বর ঘিরে নেটদুনিয়ায় আলোচনা চাকরিতে আবেদনের বয়সসীমা ও বিসিএস নিয়ে আলোচনাপ্রবাসী কবি ও কথাসাহিত্যিক ফকির ইলিয়াস লিখেছেন, ‘বইমেলা তুরাগ নদীর তীরে নিয়ে যাওয়া হোক।’
ঔপন্যাসিক ফরিদুল ইসলাম নির্জন লিখেছেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা দেওয়ার জোর দাবি জানাই। আগের চেয়ে বড় পরিসরে আয়োজন দেখতে চাই।’
Advertisement
লেখক ও সাংবাদিক আরিফ মজুমদার লিখেছেন, ‘বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে আগামী শত বছর। একটু রসিকতা হতেই পারে।’
কবি, প্রকাশক ও সাংবাদিক অচিন্ত্য চয়ন লিখেছেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে ‘না’, অমর একুশে বইমেলা তাহলে কোথায়?’
লেখক শামস সাঈদ লিখেছেন, ‘বইমেলা এবার গণভবনে করেন, সংসদ ভবনেও করতে পারেন। দক্ষিণ প্লাজায়।’
এসইউ/এমএস