শিক্ষা

এইচএসসি-আলিমের ৫ লাখ উত্তরপত্র চ্যালেঞ্জের ফল বৃহস্পতিবার

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রকাশিত হবে। পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসবে, তা তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস করে পাঠিয়ে দেবে স্ব স্ব শিক্ষা বোর্ড। তাছাড়া বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করেও নিজের ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।

Advertisement

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রতিটি বোর্ড দুপুর ২টা থেকে ৩টার মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করতে পারবে। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। প্রতিবারের ন্যায় এবারও ফলাফল ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের এসএমএসে জানিয়ে দেওয়া হবে।

গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরদিন ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন জমা নেওয়া হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদরাসা বোর্ড মিলিয়ে ১ লাখ ৯২ হাজার ৪৮০ পরীক্ষার্থী ৫ লাখ ১ হাজার ২৯৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

Advertisement

আরও পড়ুন:

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮ জিপিএ-৫ পেলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। আবেদন কম পড়েছে মাদরাসা বোর্ডে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ১ লাখ ৮৯ হাজার ৭৬৬ শিক্ষার্থী ৪ লাখ ৯৩ হাজার ৪৮০টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষার ৭ হাজার ৮১৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন ২ হাজার ৭১৪ জন।

যেভাবে ফল জানা যাবে

দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো- এসএমএসের মাধ্যমে। তাছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

Advertisement

প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল ফোন নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হবে। ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।

এএএইচ/জেএইচ/এমএস