তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপ চ্যাট হবে আরও গোছানো, আসছে নতুন ফিচার

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ কমবেশি সবাই ব্যবহার করছেন। চ্যাট নিরাপত্তা, এইচডি কোয়ালিটি ছবি, ভিডিও আদান-প্রদান করা যায় খুব সহজে। প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নানান ফিচার যুক্ত করছে।

Advertisement

হোয়াটসঅ্যাপের চ্যাট এখন আরও গোছানো হবে। বছরের শুরুতেই হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছিল চ্যাট ফিল্টার। এবার সেই অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে হোয়াটসঅ্যাপ আরও একধাপ এগিয়ে গেল। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন।

নতুন ফিচারের মাধ্যমে পরিবার, অফিস, প্রতিবেশী, বন্ধু, প্রিয়জন ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন

Advertisement

আপনার সব পছন্দ-অপছন্দের খবর রাখবে হোয়াটসঅ্যাপ এআই

এছাড়া হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের নতুন তালিকা তৈরি করতে পারবেন এবং এডিটও করা যাবে। সহজ ভাষায় বললে বিষয়টি হল, আপনি নিশ্চয় আপনার হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা সকলের সঙ্গে রোজ চ্যাট করেন না।

তবে কিছু কনট্যাক্ট থাকে যাদের সঙ্গে নিয়মিত কথোপকথন চলে। প্রয়োজনের সময় এইসব কনট্যাক্ট যাতে সহজে খুঁজে পাওয়া যায় সেই জন্যই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ চালু করেছে এই কাস্টম লিস্ট ফিচার। হোয়াটসঅ্যাপের এই কাস্টম লিস্টে ইউজাররা ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি পছন্দের একাধিক গ্রুপও তালিকাভুক্ত করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ সংস্থা গ্লোবাল স্তরে তাদের কাস্টম লিস্ট ফিচারের রোল আউট শুরু করেছে। খুব শিগগির সব ব্যবহারকারীরা এই ফিচার পাবেন। এজন্য কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

Advertisement

ম্যাক ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার পাবেন হোয়াটসঅ্যাপে

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস