সম্প্রতি জামালপুরের বকশিগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাহবুবর আলম লাভলুর সঙ্গে যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জহুরা বেগমের একটি ফোনালাপ ফাঁস হয়।
Advertisement
ফোনালাপে মামলার চার্জশিট থেকে নাম কেটে দিতে যুব মহিলা লীগ নেত্রীকে দেখা করতে বলেন লাভলু। এ ঘটনায় যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর যুবদলের আহ্বায়ক সজিব খান।
এর আগে শনিবার (৯ নভেম্বর) ‘যুব মহিলা লীগের নেত্রীকে যুবদল নেতা: আপনে যোগাযোগ কইরেন, চার্জশিট থেকে নাম কেটে দিমুনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ। এরপরই কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া কারণ দর্শানোর নোটিশ দেন।
Advertisement
এতে বলা হয়, আপনি বকশিগঞ্জ যুবদলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব থেকেও নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় সংগঠন বিরোধী এমন কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২২ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মনোয়ার মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে লিখিত কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।
কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে মাহবুবর আলম লাভলুর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
জামালপুর জেলা যুবদলের আহ্বায়ক সজিব খান জাগো নিউজকে বলেন, আমরা কল রেকর্ডটি শুনেছি এবং কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিগোচর হয়েছে। তারা যা ভালো মনে করেছেন সেভাবে ব্যবস্থা নিয়েছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন কাজ করার কারো সুযোগ নেই।
এসআর
Advertisement