আমরা কৃষকদের মূল্যায়ন করতে জানি না। যে কারণে তৈরি হয় সিন্ডিকেট। কৃষক বঞ্চিত হয়। এজন্য কৃষকদের মূল্যায়ন করতে হবে। আমরা যদি ব্যক্তি পর্যায়ে কৃষিপণ্য উৎপাদন করতে পারি, তাহলে বাজারে জোগান বাড়বে। দামও কমবে।
Advertisement
মঙ্গলবার (১২ নভেম্বর) কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গোমেতি সংবাদ আয়োজিত সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাত শতাধিক শিক্ষার্থীর মাঝে সবজির চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা গোমতী হাসপাতালের চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল লতিফ, গোমেতি সংবাদ সম্পাদক মোবারক হোসেন, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, গভর্নিং বডির সদস্য মিজানুর রহমান খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
Advertisement
জাহিদ পাটোয়ারী/এসআর