আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ নভেম্বর ২০২৪

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

ইরানে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করলেন সৌদি প্রিন্সসৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ‘গণহত্যার’ অভিযোগ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। গাজায় যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো এ বিষয়ে প্রকাশ্যে এমন কঠোর প্রতিক্রিয়া জানালো সৌদি আরব। মুসলিম ও আরব নেতাদের এক সম্মেলনে তিনি লেবানন ও ইরানে ইসরায়েলের হামলার সমালোচনা করেছেন।

গাজায় অভিযানে ৩৭৬ ইসরায়েলি সেনা নিহতইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে নতুন করে তাদের আরও চার সেনা সদস্য নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

চীনে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে ৩৫ জন নিহতচীনে একটি স্টেডিয়ামের বাইরে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩ জন। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে এই ঘটনা ঘটে।

Advertisement

অনুপ্রবেশ-বাংলাদেশের অর্থ পাচার, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ডে ইডির অভিযানঅবৈধ অনুপ্রবেশ এবং হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া অর্থ উদ্ধারে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে অভিযান চালিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এসব অভিযান চালানো হয়।

বাইডেন-মোদী-শি-ম্যাক্রো ছাড়াই চলছে এবারের জলবায়ু সম্মেলনআজারবাইজানে চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-২৯)। এরই মধ্যে সম্মেলনে অংশ নিতে দেশটির রাজধানী বাকুতে জড়ো হয়েছেন বিশ্বনেতারা। তবে এবারের সম্মেলনে থাকছেন না বেশ কয়েকটি শক্তিশালী ও সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশের রাষ্ট্রপ্রধান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন মার্কো রুবিওমার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে পারেন ট্রাম্প মার্কিন সিনেটর মার্কো রুবিওকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্তভাবে তাকেই এই দায়িত্ব দেওয়া হলে যুক্তরাষ্ট্রের প্রথম লাতিনো শীর্ষ কূটনীতিক হিসেবে নিযুক্ত হবেন ফ্লোরিডায় জন্ম নেওয়া এই রাজনীতিবিদ।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ৫০ হাজার সেনা মোতায়েন, বড় হামলার শঙ্কাইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে ইউক্রেনীয় বাহিনী সেখানে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে। সোমবার (১১ নভেম্বর) এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, ইউক্রেনীয় সেনারা কুরস্কে রাশিয়ার ‘৫০ হাজার সশস্ত্র শত্রু’কে ‘অবরুদ্ধ’ রাখতে সক্ষম হয়েছে।

Advertisement

ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের কফার ব্লাম বসতিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। এর আগেও ইসরায়েলের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর যোদ্ধারা হামলা চালিয়েছে।

প্রশান্ত মহাসাগরে একসঙ্গে ৪ ঘূর্ণিঝড়, ফিলিপাইনে বড় বিপদের শঙ্কাপশ্চিম প্রশান্ত মহাসাগরে বর্তমানে চারটি পৃথক ঘূর্ণিঝড় সক্রিয় রয়েছে, যা ফিলিপাইনের জন্য নতুন করে বিপদের ঘণ্টা বাজাচ্ছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ১৯৫১ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে নভেম্বর মাসে এই প্রথমবারের মতো নামকৃত চারটি ঘূর্ণিঝড় একসঙ্গে সক্রিয় রয়েছে। এছাড়া, যেকোনো মাসের জন্য একসঙ্গে চারটি ঝড় সক্রিয় হওয়ার ঘটনা গত সাত বছরে এটিই প্রথম।

যুক্তরাষ্ট্রের কানসাসে বন্দুক হামলায় ৫ জন নিহতযুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে পৃথক তিনটি বাড়িতে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টার দিকে প্রথম গুলির ঘটনার খবর পায় পুলিশ। এনবিসি’র সহযোগী বার্তা সংস্থা কেএসএন এ তথ্য জানিয়েছে।

কেএএ/এএসএম