শিক্ষা

বাউবির এইচএসসির ফল প্রকাশ, পাস ৯৯.৯৮ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯৯ দশমিক ৯৮ শতাংশ। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়েছে, বাউবির এইচএসসি প্রোগ্রামে দ্বিতীয়বর্ষে চূড়ান্ত পরীক্ষায় নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৩২ হাজার ৭৫৪ জন। নিবন্ধিত শিক্ষার্থী মধ্যে প্রথম বর্ষের রেজাল্টের ওপর ভিত্তি করে চূড়ান্তভাবে ৩২ হাজার ৭৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সঙ্গে সামঞ্জস্য রেখে বাউবির এ ফল প্রকাশ করা হয়।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ১৯ হাজার ১০৬ জন এবং ছাত্রী ১৩ হাজার ৬৪০ জন। তাদের মধ্যে ‘এ প্লাস’ পেয়েছেন ৫৩ জন, ‘এ’ পেয়েছেন ১ হাজার ৭০৮ জন, ‘এ মাইনাস’ ৫ হাজার ৪৪৫, ‘বি’ গ্রেড ১১ হাজার ১৫৪ জন, ‘সি’ ১৩ হাজার ৪৮৯ জন এবং ‘ডি’ পেয়েছেন ৮৯৭ জন।

বাউবির প্রকাশিত ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

Advertisement

এএএইচ/এমআইএইচএস/এমএস