দেশজুড়ে

লালমনিরহাটে একরামুল হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

লালমনিরহাটের হাতীবান্ধায় একরামুল হক (৩০) হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

মঙ্গলবার (১২ নভেম্বর ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আদিব আলী এ রায় দেন। এসময় মামলার অন্য ছয় আসামিকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নূর হাই, শামিম হোসেন ও কবির হোসেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

নূর হাই রমণীগঞ্জ গ্রামের আব্দুস সুবাহান ছেলে। একই এলাকার তছির উদ্দিনের ছেলে শামিম হোসেন অপরজন নাজির হোসেনের ছেলে কবির।

Advertisement

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নদীতে একরামুলকে হত্যা করে বালুচাপা দেওয়া হয়। ঘটনার দুদিন পর সানিয়াজান নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় মামলা করেন নিহতর বাবা। তদন্ত শেষে পুলিশ রিপোর্ট দাখিল করলে দীর্ঘ শুনানি শেষে রায় দিলেন আদালত।

লালমনিরহাটে জেলা জজ আদালতের পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর ছয়জনকে খালাস দিয়েছেন আদালত।

রবিউল হাসান/জেডএইচ/এএসএম

Advertisement