দেশজুড়ে

চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে উচ্ছেদ অভিযান

চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে অর্ধশত অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।

Advertisement

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার জানান, চাঁদপুর পৌরসভার বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরাতে শহরে মাইকিং করা হয়। অভিযানের আগে অনেকেই স্থাপনা সরালেও যারা অবৈধ স্থাপনা সরায়নি তাদের উচ্ছেদ করা হয়।

তিনি আরও বলেন, প্রথমে বিপনীবাগ বাজার এলাকায় অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়। ফুটপাত দখল মুক্ত রাখতে পর্যায়ক্রমে সব স্থানেই উচ্ছেদ অভিযান চালানো হবে। আশা করি আমাদের উচ্ছেদ অভিযানের মাধ্যমে শহরে শৃঙ্খলা ফিরে আসবে ও যানজট মুক্ত হবে।

Advertisement

শরীফুল ইসলাম/জেডএইচ/এএসএম