অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে উত্তরবঙ্গের কেউ নিয়োগ না পাওয়ায় বৈষম্যের প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে থেকে শিক্ষার্থীরা এই বৈষম্যের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
Advertisement
সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এসময় তারা নানান স্লোগান দেন।
রাকিব মুরাদ নামের এক শিক্ষার্থী বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর-রাজশাহী অঞ্চল বৈষম্যের শিকার হচ্ছে। দক্ষিণবঙ্গ থেকে ১৩ জন উপদেষ্টা নেওয়া হলেও রংপুর-রাজশাহী অঞ্চল থেকে কাউকে নেওয়া হয়নি। আমরা এমন বৈষম্য চাই না।
আরও পড়ুনআখতার-সারজিসসহ উত্তরবঙ্গ থেকে ১০ জনকে উপদেষ্টা নিয়োগের দাবি ছাত্র-জনতার মতামত না নিয়ে উপদেষ্টা নিয়োগের জবাবদিহি করতে হবেবাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, রংপুর অঞ্চল আন্দোলনের সূতিকাগার হিসেবে ছিল। আবু সাঈদ ভাইয়ের আত্মত্যাগের মধ্য দিয়ে যদি আমরা বৈষম্য নিরসন করতে না পারি, মনে হয় না আমরা আর বৈষম্য দূর করতে পারবো।
Advertisement
আমানুল্লাহ আমান বলেন, আমরা দেখেছি বিভিন্ন সময়ে রংপুর অঞ্চল নানান ধরনের বৈষম্যের শিকার হচ্ছে। ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে বাংলাদেশ গড়তে পেরেছি। আমরা চাই অন্য অঞ্চলের মতো রংপুর অঞ্চলকেও গুরুত্ব দেওয়া হোক, বৈষম্য দূর করা হোক।
ফারহান সাদিক সাজু/কেএসআর