বরগুনায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়েছে। এসময় চার পুলিশ সদস্যসহ হাসপাতালের পাঁচজন স্টাফ আহত হন।
Advertisement
সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ এ ঘটনা ঘটে। এ ঘটনায় আসামিদের সঙ্গে আসা তিন স্বজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন সদর উপজেলার ঘটবাড়িয়া এলাকার মিজানুর রহমানের ছেলে আশ্রাফুর রহমান অন্তু (২০), বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার আব্দুস ছাত্তরের ছেলে ছগির মিস্ত্রি (৫০) ও তার স্ত্রী হামিদা বেগম।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট তালতলী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়। এ মামলায় গ্রেফতার সাত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে শারীরিক পরীক্ষার জন্য আসামিদের বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বজনরা আসামিদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের চার সদস্য ও হাসপাতালে কর্মরত পাঁচজন স্টাফ আহত হন। পরে এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। তবে কোনো আসামিকে ছিনিয়ে নিতে পারেননি হামলাকারীরা।
Advertisement
বিষয়টি নিশ্চিত করে বরগুনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বলেন, রিমান্ডে থাকা সাত আসামিকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলমান।
এসআর/এমএস