খেলাধুলা

ঢাকায় মালদ্বীপ ফুটবল দল

বাংলাদেশের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে সোমবার সকালে ঢাকায় এসেছে মালদ্বীপ জাতীয় ফুটবল দল। ১৩ ও ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ ফুটবল দলকে স্বাগত জানাতে বাফুফের নির্বাহী কমিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

Advertisement

মালদ্বীপ ফুটবল দল আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে। বাংলাদেশ শেষ অনুশীলন করবে ওই দিন বিকেল পৌনে ৫টায়। দুই দলের অনুশীলনের মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত হবে উভয় দলের কোচ ও অধিনায়কের অফিসিয়াল প্রেসমিট।

বাংলাদেশ ও মালদ্বীপের দুই ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাফুফে। ভিআইপি টিকিটের মূল্য ৮০০ টাকা এবং গ্যালারি ৫০০ ও ৩০০ টাকা। টিকিট পাওয়া যাবে সোশ্যাল ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক বসুন্ধরা শাখায়।

ম্যাচ দুটি সামনে রেখে ১ নভেম্বর থেকে অনুশীলন করছে বাংলাদেশ। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দুই দফায় ২৭ জন ফুটবলারকে অনুশীলনের জন্য ডেকেছেন। সেপ্টেম্বরে থিম্পুতে ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের পর বাংলাদেশ প্রথম মাঠে নামছে। এই দুই ম্যাচ ২০২৪ সালের শেষ খেলা বাংলাদেশের।

Advertisement

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল গত বছর অক্টোবরে বিশ্বকাপ ২০২৬ এর বাছাইয়ের প্রথম রাউন্ডে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক দুই ম্যাচের প্রথমটি মালেতে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। হোম ম্যাচ ২-১ গোলে জিতে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা।

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ ও মালদ্বীপ মুখোমুখি হয়েছে ১৮ বার। ফলাফলে দুই দলের অবস্থান সমানে সমান। ৬টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও মালদ্বীপ এবং ৬টি ম্যাচ ড্র হয়েছে।

আরআই/আইএইচএস/

Advertisement