তথ্যপ্রযুক্তি

বাইকের মাইলেজ বাড়াতে ছোট্ট একটা যন্ত্র বদলে নিন

বাইকের মাইলেজ নিয়ে কমবেশি সবাই দুশ্চিন্তায় থাকেন। দেখা যায় নতুন বাইক কেনার কিছুদিন পরই বাইকের মাইলেজ কমতে থাকে। বাইকের মাইলেজ নিয়ে সতর্ক থাকা খুবই জরুরি।

Advertisement

মাঝে মাঝেই দেখা যায় শখের মোটরসাইকেল ভালো মাইলেজ দিচ্ছে না! এদিকে পেট্রোলের দাম আকাশ ছোঁয়া। চিন্তায় কপালের ভাঁজও দীর্ঘ হচ্ছে আপনার। তবে বাইকের ছোট্ট একটা যন্ত্র বদলে নিলেই কিন্তু আপনার বাইকের মাইলেজ বাড়তে পারে।

এয়ার ফিল্টার বাইকের মাইলেজ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এয়ার ফিল্টার নোংরা বা পুরোনো হলে বেশিরভাগ ক্ষেত্রে কমে যায় মাইলেজ। বেড়ে যায় তেলের খরচও।

আরও পড়ুন

Advertisement

আশির দশকে রয়্যাল এনফিল্ডের দাম কত ছিল জানেন?

সাধারণত, বাইক ৩ হাজার থেকে ৫ হাজার কিলোমিটার চলার পরই এর এয়ার ফিল্টার পরিবর্তন করা উচিত। কিন্তু নোংরা জায়গায় বাইক চালালে যেখানে প্রচুর ধুলা-ময়লা থাকে, তাহলে আগে ফিল্টার বদলানো ভালো। খরচ প্রায় ১০০ টাকা। অর্থাৎ খুবই কম।

নোংরা এয়ার ফিল্টার ইঞ্জিনে ধুলো এবং ময়লা প্রবেশ করা বন্ধ করে না। এটি ইঞ্জিনের অংশগুলোতে ঘর্ষণ বাড়ায়। এজন্য ঘন ঘন এয়ার ফিল্টার পরিবর্তন করলে ইঞ্জিনের আয়ু বাড়বে। নতুন এয়ার ফিল্টার যা ক্লিনার, ইঞ্জিনে আরও তাজা বাতাস সরবরাহ করে। এটি ইঞ্জিনের জ্বালানি দক্ষতা উন্নত করে এবং মাইলেজ বাড়ায়।

আরও পড়ুন

নতুন বাইক আনলো টিভিএস এক চার্জে ১৫০ কিলোমিটার চলবে রয়্যাল এনফিল্ডের ই-বাইক

সূত্র: নিউজ১৮

Advertisement

কেএসকে/এমএস