তথ্যপ্রযুক্তি

বাড়ির ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেলে পাবেন যেভাবে

প্রায় সবাই এখন ঘরে ওয়াই-ফাই ব্যবহার করেন। তবে সবচেয়ে ঝামেলার ব্যাপার হচ্ছে কিছুদিন পরই ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড ভুলে যান বেশিরভাগ মানুষই। তখন পড়তে হয় নানান সমস্যায়। নতুন ডিভাইসে যুক্ত করা কিংবা বাড়িতে কোনো অতিথি এলে তাকে দেওয়া, কিছুই করতে পারেন না।

Advertisement

তবে খুব সহজেই কিন্তু ফোন থেকেই ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন-

গুগল পিক্সেল ফোন

আপনার যদি গুগল পিক্সেল ফোন থাকে, তাহলে সেখানকার সেটিংসে যান। সেখান থেকে নেটওয়ার্ক। তার পর ইন্টারনেট। এরপর ওয়াইফাই নেটওয়ার্কের পরেই থাকা গিয়ার আইকনে ক্লিক করতে হবে। এর ফলে একটি অন্য স্ক্রিন খুলবে। সেখানে শেয়ারে ট্যাপ করে নিজের আইডেন্টিটি কনফার্ম করলেও একটি কিউআর কোড দেখা যাবে। যেটি শেয়ার করলে লগইন ডিটেইলসটা আপনার হাতে চলে আসবে। যার মধ্যে অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ডও থাকবে।

আরও পড়ুন

Advertisement

অ্যাপ ডাউনলোড করার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন স্যামসাং গ্যালাক্সি

স্যামসাং গ্যালাক্সি ইউজার হলে একটু বদলাবে বিষয়টা। সেক্ষেত্রে সেটিংস, তার পর কানেকশনস, সেখান থেকে ওয়াই-ফাই। ওয়াইফাই নেটওয়ার্কের গিয়ার আইকনে ক্লিক করে ট্যাপ করতে হবে আই আইকনে। সেখানে নিজের আইডেন্টিটি দিলে ওয়াইফাই পাসওয়ার্ড জানতে সমস্যা হবে না। অন্য অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও একই ভাবে ওয়াইফাই পাসওয়ার্ড পেয়ে যেতে পারেন।

আইওএস

আইফোনের ক্ষেত্রে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড ফিরে পাওয়া অপেক্ষাকৃত সহজ। মেন সেটিংস অ্যাপে যান। এরপর ওয়াই-ফাইয়ে ক্লিক করে ট্যাপ করুন ওয়াইফাই সেটিংসে। এরপর পাসওয়ার্ডে ক্লিক করলেই কেল্লা ফতে। কেবল আইফোন পাসকোড ও ফেস আইডি দিতে হবে।

আরও পড়ুন

ল্যাপটপ স্লো হলে যা করবেন বজ্রপাতের সময় ফোন-ল্যাপটপ কোথায় রাখবেন?

সূত্র: সিনেট

Advertisement

কেএসকে/এমএস