জাতীয়

উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদী দোসর’, বিক্ষোভের ডাক হাসনাতের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নতুন করে আরও ৩ জন গতকাল শপথ গ্রহণ করেন। এরপর থেকেই নতুন উপদেষ্টাদের মধ্যে ফ্যাসিবাদের দোসর রয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

Advertisement

এদিকে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে আজ বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে আজকে ৩ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলের ডাক দেয়। অন্যদিকে বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমমনা দাবিতে পরপর দুইটি প্রোগ্রাম হওয়ায় আমরা সবাই মিলে বিকেল চারটায় একসঙ্গে প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছি। বিকেল তিনটার পরিবর্তে বিকেল চারটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

Advertisement

এনএস/এসআইটি/এমএস