প্রবাস

মালয়েশিয়ার পেরাক রাজ্যে হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা

মালয়েশিয়ার পেরাক রাজ্যে দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। পেরাকের ইপোর সিতিয়াওয়ান শহরের সিবিএল মানি ট্রান্সফার অফিসে শনি থেকে রোববার পর্যন্ত (৯-১০ নভেম্বর) চলে এই ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা।

Advertisement

এতে প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের আবেদন, বায়ো-এনরোলমেন্ট, এমআরপি পাসপোর্টের আবেদন ও বিতরণসহ প্রয়োজনীয় বিভিন্ন কন্স্যুলার সেবা দেওয়া হয়।

রোববার হাইকমিশনের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ার বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিদের কন্স্যুলার সেবা দেওয়া হলেও পেরাক রাজ্যের ইপোর সিতিয়াওয়ান শহরে এবারই প্রথম কন্স্যুলার সেবা প্রদান করলো হাইকমিশন।

ভ্রাম্যমাণ কনস্যুলার ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন, প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

Advertisement

আরও ছিলেন সিবিএল মানি ট্রান্সফারের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ পাভেল সারওয়ার, সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা প্রদানকারী আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপাট সার্ভিস কুয়ালালামপুর (ইএসকেএল)-এর মার্কেটিং ম্যানেজার আরমান পারভেজ মুরাদ ও অন্যান্য প্রতিনিধি।

এমআরএম/এএসএম